NEWSTV24
খালেদা জিয়ার বিষয়ে সিদ্ধান্ত ২৫ মার্চের মধ্যে
বুধবার, ২০ মার্চ ২০২৪ ১৬:২৩ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হবে কিনা, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ২৫ মার্চের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।তিনি বলেন, আমি খালেদা জিয়ার কারাদ- স্থগিত ও তার বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আবেদনটি পড়েছি। কিন্তু বিষয়টি নিয়ে মতামত দিইনি। এর আগে গত সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী খালেদা জিয়ার আবেদনের বিষয়ে গতকাল মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন। আবেদন ও সংশ্লিষ্ট ফাইল তার কাছে গত সোমবার পৌঁছেছে বলে জানান তিনি।দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল। এর পর ছয় মাস পর পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার।