NEWSTV24
সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক
রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ ২৩:১২ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথ বাহিনী। আজ রোববার দুপুরে বেলকুচি পৌর এলাকার কামারপাড়ার নিজ বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করে বেলা তিনটার দিকে প্রথম আলোকে বলেন, ‘আবদুল লতিফ বিশ্বাসকে যৌথ বাহিনী আটক করেছে। বর্তমানে তাঁকে জেলা সদরে যৌথ বাহিনীর হেফাজতে রাখা হয়েছে। তবে কী কারণে তাঁকে আটক করা হয়েছে, বিস্তারিত এখনই বলতে পারছি না। তাঁর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান চলছে। আমার জানামতে তাঁর বিরুদ্ধে এই থানায় কোনো মামলা নেই।’