NEWSTV24
২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ১৫:১১ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

অভিবাসন বিষয়ক অপরাধে আটক হওয়া ২৩ বাংলাদেশিসহ ২৭৮ জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।সাজা শেষ হওয়ার পর তাদের ফেরত পাঠানো হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ এ তথ্য জানিয়েছে।বিবৃতিতে বলা হয়, অভিবাসীরা অভিবাসন অপরাধে কারাভোগের পর রাজ্যের পেকান নেনাস বন্দিশিবির থেকে গত এক সপ্তাহে সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআইএ-১ এবং কেএলআইএ টার্মিনাল-২-এর পাশাপাশি জোহর বাহরুর স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে দেশে ফিরে যান। তাদের মধ্যে ২৩ বাংলাদেশি, ২৩০ জন ইন্দোনেশিয়ার, ১৭ জন পাকিস্তানি, ৬ জন ভারতীয়, একজন শ্রীলঙ্কার এবং একজন সিঙ্গাপুরের নাগরিকসহ ২৭৮ অভিবাসী রয়েছেন।মালয়েশিয়ার অভিবাসন আইন এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধে সাজা পান এসব প্রবাসী। সাজা শেষে তাদের নিজ নিজ দেশের দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই সম্পন্ন হওয়ার পর আকাশ ও স্থলপথে অভিবাসীদের নিজ খরচে তাদের দেশে ফেরত পাঠানো হয়।