NEWSTV24
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হলেন আলবানিজ
রবিবার, ০৪ মে ২০২৫ ১৮:৩৬ অপরাহ্ন

NEWSTV24

সবশেষ তথ্য অনুযায়ী তার দল প্রতিনিধি পরিষদের ৮৫ আসনে জয় নিশ্চিত করতে যাচ্ছে, যেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ৭৬ আসন। অন্যদিকে লিবারেল ন্যাশনাল কোয়ালিশন ৪১ আসনে জয় পাচ্ছে বলে আভাস পাওয়া গেছে। আর গ্রিনরা এখনো কোন আসন পায়নি।

নির্বাচনের আনুষ্ঠানিক ভোটগণনা এখনো শেষ না হলেও আলবানিজের মধ্য-বামপন্থী সরকার নাটকীয়ভাবে তাদের সংখ্যাগরিষ্ঠতা বাড়িয়েছে এবং কনজারভেটিভ লিবারেল-ন্যাশনাল কোয়ালিশন দেশজুড়ে বড় পরাজয়ের মুখে পড়েছে।

"আজ অস্ট্রেলিয়ার মানুষ অস্ট্রেলিয়ান মূল্যবোধের পক্ষে ভোট দিয়েছে: সবার জন্য ন্যায্যতা, প্রত্যাশা ও সুযোগ; বৈচিত্রতা ও মানবিকতার জন্য সাহস দেখানোর শক্তি," আলবানিজ বলেছেন। 

কোয়ালিশন নেতা পিটার ডাটন তার চব্বিশ বছরের আসনে পরাজিত হয়েছেন। তিনি তার দলের পরাজয়ের দায়িত্ব গ্রহণ করে দলীয় এমপিদের কাছে ক্ষমা চেয়েছেন।

নির্বাচনের ফল সামনে আসার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উভয়েই বলেছেন যে, তারা অস্ট্রেলিয়ার সাথে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হওয়ার দিকেই তাকিয়ে আছেন।

তবে আলবানিজকে প্রথম অভিনন্দন জানিয়েছেন পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে। মি.আলবানিজ নিজেই এ তথ্য জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার এবারের নির্বাচনের পাঁচ সপ্তাহের প্রচারণার সময় জীবন যাত্রার ব্যয় বিশেষ করে স্বাস্থ্যসেবা ও গৃহায়ন খরচ বড় ইস্যু হয়ে ওঠেছিলো।

নির্বাচনের প্রধান দুই নেতা- অ্যান্থনি আলবানিজ ও পিটার ডাটন তীব্র লড়াইয়ের জন্য পরস্পরকে ধন্যবাদ জানিয়েছেন।