NEWSTV24
সচিবালয়ে কর্মচারীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫
বুধবার, ২৫ জুন ২০২৫ ১৫:২৯ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

বাংলাদেশ সচিবালয়ে কর্মচারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) রাতে এ সংঘর্ষে ৫-৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।এর মধ্যে আহত দুইজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।সচিবালয় ও ঢামেক হাসপাতাল সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতির পুরাতন ও বর্তমান এডহক কমিটির মধ্যে ক্যান্টিন পরিচালনা নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও ধাক্কাধাক্কি থেকে সংঘর্ষ হয়। একপর্যায়ে নতুন এডহক কমিটির সমর্থক ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম (৫৮), কৃষি মন্ত্রণালায়ের প্রশাসনিক কর্মকতা ওবায়দুল রবিকে (৪৫) পুরাতন কমিটির লোকজন এলোপাথাড়িভাবে মাথায় ও শরীরে আঘাত করেন। তার সহকর্মীরা তাদের উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।এদিকে সচিবালয় সংযুক্ত পরিষদের দাবি, সচিবালয় সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলামের ওপর হামলা করেছেন বাদীউল কবীর গ্রুপের কর্মীরা। হামলায় ৫-৭ জন আহত হয়। আহতদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে।এ বিষয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো.বাদিউল কবীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে মন্তব্য নেওয়া যায়নি।