NEWSTV24
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৮ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম বলেছেন, প্রধান উপদেষ্টার পূর্ব ঘোষিত সময়, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।রোববার রাত ৯টা ১৫ মিনিট জামায়াত ইসলামী, এনসিপি ও বিএনপির নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।প্রেস সচিব বলেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদ প্রাধান্য পেয়েছে আজকের বৈঠকে।নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলমান। জাতীয় ঐকমত্য কমিশন সে ব্যাপারে সিদ্ধান্ত জানাতে পারবে।প্রেস সচিব আরও বলেন, সেপ্টেম্বরে শেষ সপ্তাহে দুর্গা পূজা হবে। দুর্গা পূজাকে ঘিরে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে রাজনৈতিক দলগুলোকে সজাগ থাকার এবং সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।