NEWSTV24
শরতের ভোরে পঞ্চগড় ও জয়পুরহাটে কুয়াশা, শীতের আমেজ
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৫ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

পঞ্চগড় ও জয়পুরহাটে গত দু তিন দিন ধরে ভোরে কুয়াশা দেখা যাচ্ছে। ভোরে ফসলের মাঠ, ঘাস আর গাছগাছালির ওপর শিশিরবিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।শনিবার সকাল ৭টা পর্যন্ত চারপাশ ঢেকে ছিল কুয়াশার আস্তরণে। তবে দিনভর রোদে গরম আবহাওয়া ছিল।তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, পঞ্চগড়ে সাধারণত অক্টোবরের শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত শীতের আমেজ শুরু হয়। তবে চলতি মৌসুমে মেঘলা আকাশ এবং মাঝে মাঝে বৃষ্টিপাতের কারণে শীতের আমেজ শুরু হয়েছে। বর্তমানে দিনে ২৯ থেকে ৩০ এবং রাতে ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। শুক্রবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা নেমে রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।পঞ্চগড় উপজেলা সদরের হাফিজাবাদ এলাকার রবিউল ইসলাম বলেন, সময় হিসেবে শীত আসতে আরও দেরি। গত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি যেন শীত নামিয়ে দিল। এছাড়া ভোরে ঘুম থেকে উঠলে দেখা যায় চারপাশ ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। কুয়াশার সঙ্গে শীত অনুভূত হয়। রাতে হালকা কাঁথা নিয়ে ঘুমাতে হয়।

জেলা শহরের তুলারডাঙ্গা মহল্লার হামিদুল ইসলাম বলেন, করতোয়া নদীর পাশে আমাদের বসবাস। আমরা প্রতিদিন ভোরে কুয়াশাচ্ছন্ন আকাশ দেখি। সকাল ৭/৮টা পর্যন্ত কুয়াশা থাকে। বৃষ্টি হলে শীত লাগে। তবে দিনে রোদ উঠলে গরম লাগে।তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মৌসুমী বায়ু নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় উত্তর দিক থেকে পাহাড়ি হিম বাতাস বয়ে আসছে। এতে ভোরের দিকে কুয়াশা দেখা যাচ্ছে। এজন্য রাত থেকে ভোর পর্যন্ত কিছুটা শীত অনুভূত হচ্ছে। মূলত ভোরের এই কুয়াশাচ্ছন্ন আকাশ জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম জানান, এ বছর শরৎকালে ব্যাপক বৃষ্টি হয়েছে। এ কারণে হিমেল বাতাস বইছে। এতে দিনের চেয়ে রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। এ কারণে রাত ও সকালে হঠাৎ করে কুয়াশা দেখা যাচ্ছে। এখন থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে।