কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার নিউইয়র্কে তিনি মার্কিন সেনাদের নির্দেশ অমান্য করার আহ্বান জানান। এতেই ক্ষুব্ধ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পেত্রোর বেপরোয়া ও উসকানিমূলক কর্মকাণ্ডের কারণে আমরা তার ভিসা বাতিল করব।শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে ইসরায়েলবিরোধী এক সমাবেশে গুস্তাভো পেত্রো বলেন, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সব সৈন্যদের জনগণের দিকে বন্দুক তাক না করার জন্য অনুরোধ করছি। ট্রাম্পের আদেশ অমান্য করুন। মানবতার আদেশ মেনে চলুন!যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের হুমকির খবরে পেত্রোর অফিস বা কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সের প্রশ্নের জবাবে তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।এর আগে গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণেও ট্রাম্পের তীব্র সমালোচনা করেন পেত্রো। তিনি বলেন, মার্কিন নেতা গাজায় গণহত্যার সাথে জড়িত । একই সঙ্গে ক্যারিবিয়ান জলসীমায় সন্দেহভাজন মাদকবাহী নৌকায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার জন্য ফৌজদারি মামলা করার আহ্বান জানান।