NEWSTV24
বিমানবন্দরে আগুন: ৪৮ ঘণ্টার মধ্যে চালান ডেলিভারি নেওয়ার নির্দেশ
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ১৬:৩৭ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর আমদানি ও রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখতে পদক্ষেপ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে চালান ডেলিভারি নেওয়ার নির্দেশনা দিয়েছে কাস্টমস হাউজ।সোমবার (২০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।সংগঠনটির ভারপ্রাপ্ত সচিব মেজর সাইফুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিজিএমইএর একটি প্রতিনিধিদল ঢাকা কাস্টম হাউস কমিশনারের সঙ্গে দেখা করেন। বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট অন্য স্টেক হোল্ডারদের সমন্বয়ে ঢাকা কাস্টম হাউসের সম্মেলন কক্ষে জরুরি সভা হয়েছে।  আমদানি বা রপ্তানিকারকদের প্রতিনিধিকে (সিএন্ডএফ এজেন্ট) বন্দরে পণ্য অবতরণের আগে প্রয়োজনীয় সব দলিল প্রস্তুত রেখে সম্ভব হলে একই দিনে ডেলিভারি নিতে কমিশানার অনুরোধ করেন। পণ্য সংরক্ষণ ও ডেলিভারি নিতে পর্যাপ্ত জায়গা না থাকা এবং নিরাপত্তার সুব্যবস্থা না থাকায় ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে চালান ডেলিভারি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।পণ্য ডেলিভারি সংক্রান্ত সমস্যায় সহায়তার জন্য কাস্টম হাউজের যুগ্ম কমিশনার কামরুল হাসান এবং বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতিনিধি ফিরোজ সালাউদ্দিনকে ফোকাল পয়েন্ট হিসেবে মনোনীত করা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে সহায়তার প্রয়োজনে বিজিএমইএর কর্মকর্তা সাজ্জাদ মাহমুদ ও মো. বশিরউল্লাহর সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।