NEWSTV24
শিশুখাদ্যে শতভাগ এলসি মার্জিন নেওয়া যাবে না
বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ১৪:৪৮ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

আমদানির জন্য এলসি খোলার সময় শতভাগ মার্জিনের তালিকায় শিশুখাদ্য অন্তর্ভুক্ত হবে না। ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্জিনের হার নির্ধারণ করতে হবে। কোনো কোনো ব্যাংক অবশ্য খাদ্য এবং প্রক্রিয়াজাত খাদ্য ও পানীয়ের তালিকায় ফেলে শিশুখাদ্যে শতভাগ মার্জিনের বাধ্যবাধকতা আরোপ করছে। এই কারণে গতকাল এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। আমদানির জন্য ঋণপত্র বা এলসি খোলার সময় মার্জিন বলতে আমদানিকারকের তাৎক্ষণিক পরিশোধকে বোঝায়। ডলার সংকটের কারণে আমদানি নিরুৎসাহিত করতে ২০২২ সালের জুলাই মাসের এক নির্দেশনায় কিছু পণ্যে শতভাগ এবং কিছু পণ্যে ৭৫ শতাংশ এলসি মার্জিন নির্ধারণ করা হয়। তবে সরকার পতনের পর গত বছরের ৫ সেপ্টেম্বর গাড়ি, স্বর্ণ, মদ, তামাকসহ ১৪ ধরনের বিলাসী পণ্য ছাড়া অন্য ক্ষেত্রে এলসি মার্জিনের শর্ত শিথিল করে বাংলাদেশ ব্যাংক। এসব পণ্য ছাড়া অন্য ক্ষেত্রে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নগদ এলসি মার্জিন নির্ধারণ করা যাবে বলে উল্লেখ করা হয়।গতকালের সার্কুলারে বলা হয়েছে, গত সেপ্টেম্বরের ওই নির্দেশনায় উল্লেখিত নন-সিরিয়াল ফুড তথা অশস্য খাদ্যপণ্য এবং প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য ও পানীয়ের তালিকায় অত্যাবশ্যকীয় শিশুখাদ্যকে অন্তর্ভুক্ত করে কিছু ব্যাংক শতভাগ নগদ মার্জিন সংরক্ষণে বাধ্যবাধকতা আরোপ করছে। এখন স্পষ্টীকরণ করা যাচ্ছে, ওই নির্দেশনায় উল্লেখিত পণ্যের মধ্যে অত্যাবশ্যকীয় শিশুখাদ্য অন্তর্ভুক্ত হবে না।