NEWSTV24
ঘটনাবহুল ৭ নভেম্বর আজ, বিএনপির নানা আয়োজন
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ ১৬:০৪ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

দেশের ইতিহাসের অন্যতম ঘটনাবহুল ও আলোচিত দিন ৭ নভেম্বর আজ। বিএনপি দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে উদযাপন করে। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পৃথক নামে দিনটি পালন করে।১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার মধ্য দিয়ে দেশে ক্ষমতার পট পরিবর্তন হয়। পরে ৩ নভেম্বর কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার ঘটনা ঘটে। এরপর সেনাবাহিনীতে পাল্টাপাল্টি অভ্যুত্থান চলতে থাকে। এক পর্যায়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দি করা হয়। খন্দকার মোশতাকের কাছ থেকে পদোন্নতি আদায় করে নিজেকে সেনাপ্রধান ঘোষণা করেন খালেদ মোশাররফ। ৬ নভেম্বর রাতে জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করেন সৈনিকরা।পরবর্তী সময়ে রাষ্ট্রক্ষমতায় নিজেকে সুসংহত করেন জিয়াউর রহমান। সামরিক শাসক থেকে তিনি রাজনীতিকে পরিণত হন।জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি। দিনটি উপলক্ষে দেওয়া বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ৭ নভেম্বর জাতীয় জীবনের এক ঐতিহাসিক অবিস্মরণীয় দিন। ৫ আগস্ট ছাত্র-জনতার মহিমান্বিত আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। এখন চূড়ান্ত গণতন্ত্রের চর্চার জন্য অবাধ, সুষ্ঠু নির্বাচনসহ গণতন্ত্রের অপরিহার্য শর্ত মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে।

অপর বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুর্নীতি ও দুঃশাসনকে চিরতরে বিদায় করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।কর্মসূচি আজ সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। পরে নেতারা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বেলা ৩টায় নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে রj;্যালি বের হবে। এদিনই জেলা ও উপজেলা পর্যায়ে র;্যালি হবে।দলের অঙ্গ ও সহযোগী সংগঠন আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে। ছাত্রদলের উদ্যোগে কাল শনিবার আলোচনা সভা এবং আজ ও কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আলোকচিত্র প্রদর্শনী, ওলামা দলের উদ্যোগে রোববার এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, তাঁতী দলের সোমবার আলোচনা সভা, কৃষক দলের মঙ্গলবার আলোচনা সভা ও জাসাসের উদ্যোগে বৃহস্পতিবার শহীদ মিনারে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার আগে বুধবার বিএনপির উদ্যোগে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা হবে।