রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।বুধবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে বিজিবির কত প্লাটুন সদস্য কিংবা কোথায় কোথায় মোতায়েন করা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।বিজিবি সংবাদ বিজ্ঞপ্তির সঙ্গে কয়েকটি ছবি পাঠানো হয়। এসব ছবিতে রাজধানীর শাহবাগের ইন্টার কন্টিনেন্টাল হোটেল ও বাংলাদেশ শিশু একাডেমির সামনে এবং আরও কিছু জায়গায় বিজিবি সদস্যদের মোতায়েন দেখা গেছে।