NEWSTV24
সারাদেশে ২০ চোরাগোপ্তা হামলা, ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ১৪:৫০ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

ঢাকাসহ সারাদেশে মঙ্গলবার মধ্যরাত থেকে গতকাল বুধবার রাত ১২টা পর্যন্ত ২০টি চোরাগোপ্তা হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি ব্যাংক, ১০ বাস, এক ট্রেন ও এক অটোরিকশায় আগুন, পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ ও দুই স্থানে পেট্রোল বোমা হামলা হয়েছে।রাজধানীর অন্তত পাঁচটি স্থানে, গাজীপুরের তিনটি স্থানে, আশুলিয়া এবং ফেনীর মহিপালে বাসে আগুন দেওয়া হয়েছে। ঢাকার তিন স্থানে ককটের হামলা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখে ককটেল বিস্ফোরণে এক আনসার সদস্য আহত হন।এর আগে গত মঙ্গলবার চারটি বাস ও একটি প্রাইভেটকারে আগুন দেওয়া হয়। এতে একজন নিহত হয়। এ নিয়ে গত তিন দিনে ২০টি যানবাহনে আগুন দেওয়া হলো।এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া হয়েছে। আর গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের নিসর্গ রিসোর্টে পেট্রোল বোমা হামলা হয়েছে। এই দুটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আজ বৃহস্পতিবারের ঢাকা লকডাউন ঘিরে জনমনে আতঙ্ক ছড়িয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়ে ঢাকার প্রবেশপথগুলোতে তল্লাশি বাড়িয়েছে। সারাদেশে ৮৯ জনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ। এ ছাড়া রাতে রাজধানীর ফার্মগেটে ঝটিকা মিছিল করার সময় অন্তত ২০ জনকে আটক করেছে সেনাবাহিনী।

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে একটি পরিত্যক্ত ট্রেনে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। রেল পুলিশের প্রধান ব্যারিস্টার জিল্লুর রহমান সমকালকে বলেন, তেজগাঁও রেলস্টেশনের ৪ নম্বর লাইনে পরিত্যক্ত একটি ট্রেনে আগুন দেওয়া হয়। এতে দুটি সিট পুড়ে গেছে। তবে কোনো হতাহত নেই। এ সময় স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।এ ঘটনায় একজন পথচারী আহত হয়েছেন এবং রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে বিস্ফোরণ ঘটানো হয়েছে, তার পাশেই সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট শীর্ষক প্রামাণ্যচিত্র দেখানো হচ্ছিল। বিস্ফোরণের পর সে অনুষ্ঠান বন্ধ রাখা হয়।

রাজধানীতে পাঁচ বাসে আগুন

শতাব্দী পরিবহনের একটি বাস গতকাল দুপুর ১টার দিকে মিরপুর ২ নম্বর থেকে সনি সিনেমা হল পেরিয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিল। যাত্রীবেশে থাকা দু-তিনজন বাসে আগুন দিয়ে দ্রুত নেমে যায়। তাৎক্ষণিকভাবে আগুন নেভানোয় বড় রকমের ক্ষতি হয়নি।শাহ আলী থানার ওসি মোহাম্মদ গোলাম আযম বলেন, বাসের পেছনের আসনের কভার সামান্য পুড়ে গেছে। এটি পরিকল্পিত অগ্নিসংযোগ হলে ক্ষতির পরিমাণ বেশি হতো। যাত্রীদের কেউ সিগারেটের উচ্ছিষ্ট ফেলায় এ ঘটনা ঘটতে পারে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, যাত্রীরা বাস থেকে নেমে যাচ্ছেন এবং চালক-সহকারী আগুন নেভাচ্ছেন। প্রকৃতপক্ষে কী ঘটেছে, তদন্তে জানা যাবে।অবশ্য এর আগে বিভিন্ন গণমাধ্যমকে ওসি বলেন, যাত্রীবেশে বাসে উঠে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।এদিকে সন্ধ্যায় রাজধানীর দোলাইরপাড় এলাকায় ফ্রেম পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পোস্তগোলা স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়। ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, ৬টা ৩৬ মিনিটে একজন ফোন করে দোলাইরপাড়ে বাসে আগুন লাগার খবর দেন। কীভাবে বাসে আগুন লেগেছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, মিরপুরে বাসে আগুনের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। তবে এর আগে আগুন নেভান উপস্থিত লোকজন। উত্তরায় যান্ত্রিক ত্রুটি থেকে মাইক্রোবাসে লাগা আগুন তারা নিভিয়েছেন। আর রমনার আগুনের ঘটনায় তাদের কাজ করতে হয়নি।উত্তরার জসীম উদ্দীন রোডে সকাল সোয়া ৭টার দিকে চলন্ত মাইক্রোবাসে আগুন ধরে যায়। এতে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে ৭টা ৫০ মিনিটে আগুন নেভায়। আগুনে মাইক্রোবাসটির সামনের অংশ পুড়ে যায়।