NEWSTV24
আজ দোকান বিপণিবিতান খোলা থাকবে
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ১৪:৫৬ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

দোকান মালিকরা ঘোষণা দিয়েছেন, আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশের সব দোকান ও বিপণিবিতান খোলা থাকবে। গতকাল বুধবার বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্থায়ী কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. আরিফুর রহমান টিপুর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দোকান খোলা রাখার ঘোষণা দেওয়া হয়।উল্লেখ্য, আজ বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঢাকায় লকডাউন কর্মসূচি দিয়েছে। এই কর্মসূচি ঠেকাতে সরকার সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে দোকান ব্যবসায়ীরাও জানান, আজ দেশের সব দোকান ও বিপণিবিতান খোলা থাকবে।