NEWSTV24
মধ্যরাতে হাজারীবাগে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ১৬:০১ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

রাজধানীর হাজারীবাগে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।শনিবার (১৫ নভেম্বর) মধ্যরাত ১১টা ৫৫ মিনিটে হাজারীবাগের বেড়িবাঁধ সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।এর আগে শনিবার সন্ধ্যা ৬টার দিকে হাতিরঝিল মধুবাগ সেতুতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।এরপর রাত সাড়ে ৮টার দিকে আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।