ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্র নতুন পর্যায়ের অভিযান শুরু করতে যাচ্ছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন চারজন মার্কিন কর্মকর্তা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর চাপ বাড়ানোর মধ্যেই এমন পদক্ষেপ নিচ্ছে মার্কিন প্রশাসন।
তবে ট্রাম্প প্রশাসন কখন এই অভিযান শুরু করবে এবং প্রেসিডেন্ট ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়নি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে, ক্যারিবীয় অঞ্চলে সামরিক বাহিনী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এরফলে ভেনেজুয়েলায় সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে জল্পনা বাড়ছে।