সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সাহিত্য সভা অনুষ্ঠিত
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ০১:৫৬ পূর্বাহ্ন
NEWSTV24
সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সাহিত্য বিভাগের আয়োজনে নিয়মিত সাহিত্য সভা গত শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বাংলা একাডেমির কবি আল মাহমুদ কর্ণার সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সাহিত্য বিভাগের পরিচালক আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাবন্ধিক, কবি, মিডিয়া ব্যক্তিত্ব ও ইতিহাস গবেষক আশরাফুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি মাহবুব মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি আল্লামা ইকবাল। অন্যান্য অতিথির মধ্যে ছিলেন নাবিক সাহিত্য সংস্কৃতি সংসদ সভাপতি কবি সালেহ মাহমুদ, কবি কাজী নজরুল ইসলাম সংসদ সভাপতি প্রফেসর মঈন উদ্দিন।
কবি আবুল খায়ের নাইমুদ্দীন ও সরদার আব্বাস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সাহিত্য সভায় লেখা পাঠ করেন অধ্যাপক কবি আর কে শাব্বির, কবি মুর্শিদ- উল- আলম, কবি জাফর পাঠান, কবি তাজ ইসলাম, কবি জালাল খান ইউসুফী, কবি রাইহান নাসরিন, কথাসাহিত্যিক শাহানারা স্বপ্না, কবি সুমন রায়হান, কবি কবির ভূঁইয়া, কবি মুরাদ আল হাসান চৌধূরী, কবি খন্দকার নূর হোসাইন, কবি নওশাদ আলম, কবি জুবায়ের বিন ইয়াসিন, কবি আবু জাফস সালেহী,
কবি সাকিল সরকার। উপস্থিত ছিলেন সদরঘাট ম্যাগাজিন সম্পাদক শফিকুল ইসলাম।
সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কিশোর শিল্পী জাহিন ইকবাল।