NEWSTV24
জামায়াতের জোটে এনসিপি-সমস্যা
শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬ ১৭:১৯ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

এনসিপি, এলডিপি এবং এবি পার্টি শেষ সময়ে যুক্ত হওয়ায় জামায়াতে ইসলামীসহ আট দলের আসন সমঝোতায় টানাপোড়েন তৈরি হয়েছে। এই তিনটি দলকে ৪০ আসন ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। তবে আট দলের কে কতটি আসন ছাড়বে এ নিয়ে দেখা দিয়েছে নতুন জটিলতা।জামায়াতের প্রস্তাব ছিল নতুন তিন শরিকের জন্য তারা ১৬, চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন ১৬ এবং বাকি ছয় দল আটটি করে আসন ছাড়বে। কিন্তু ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস নিজ নিজ ভাগ থেকে এত আসন ছাড়তে রাজি নয়। তাদের ভাষ্য, নতুন শরিকদের আসন ছাড়তে হবে জামায়াতের ভাগ থেকে। এই জটিলতার কারণে মনোনয়নপত্র দাখিলের পর আসন বণ্টনের সুরাহা হয়নি।জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের নির্বাচনী সমঝোতা সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে সমকালকে। আসন বণ্টনের আলোচনায় দলগুলোর প্রতিনিধিত্ব করা নেতারা জানিয়েছেন, এনসিপিকে ৩০, এলডিপিকে সাত এবং এবি পার্টিকে তিনটি আসন ছাড়ার সিদ্ধান্ত হয়। কিন্তু কোন কোন দল তাদের জন্য কতগুলো আসন ছাড়বে, তা চূড়ান্ত না হওয়ায় সমঝোতা হচ্ছে না। বরং দিন দিন জটিলতা বাড়ছে । জোটের ভাঙাগড়ায় সমস্যার শুরু গত মে মাসে ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি এবং খেলাফত আন্দোলন মিলে নির্বাচনী মোর্চা গঠনের প্রচেষ্টা শুরু হয়। তবে এই উদ্যোগ থেকে বেরিয়ে জমিয়ত চলে যায় বিএনপি জোটে।

ইসলামপন্থিদের ভোট এক বাক্সে আনতে গত সেপ্টেম্বরে জামায়াত এতে যোগ দেয়। যুক্ত হয় জাগপা এবং বিডিপিও। ওই সময়ে এনসিপি, গণঅধিকার পরিষদ এবং এবি পার্টিও আলোচনায় যোগ হয়। তবে নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনে অংশ নিতে রাজি না হয়ে চলে যায় ওই তিনটি দল।গত নভেম্বরে জোট করে এনসিপি, এবি পার্টি এবং বিএনপির জোট ছেড়ে আসা রাষ্ট্র সংস্কার আন্দোলন। এনসিপির সঙ্গে জোটের আলোচনা করেও পিছিয়ে যায় গণঅধিকার। এ দলটি শেষ পর্যন্ত বিএনপির জোটে যায়। এনসিপি এবং এবি পার্টি গত ২২ ডিসেম্বর পর্যন্ত বিএনপির সঙ্গে আলোচনা চালায়। তা ব্যর্থ হওয়ায় গত ২৪ ডিসেম্বর থেকে জামায়াতের সঙ্গে আলোচনা শুরু করে। যা প্রকাশ্যে আসে ২৬ ডিসেম্বর। পরের দিন জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা দেয় এনসিপি। ৩০ আসনের সমঝোতা হলেও, জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের গঠিত এই দলটি আরও কয়েকটি আসন চায়। তারা ৪৪ আসনে প্রার্থী দিয়েছে।কর্নেল (অব.) অলি আহমদ বীরবীক্রমের এলডিপি ১৩ বছর ছিল বিএনপির জোটে। দলটির মহাসচিব রেদওয়ান আহমদ ২৪ ডিসেম্বর বিএনপিতে যোগ দেন। এতে ক্ষুব্ধ অলি আহমদ ২৬ ডিসেম্বর জামায়াতের সঙ্গে আলোচনা শুরু করেন। পরের দিন জোটে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন। সাত আসনে সমঝোতা হলেও এলডিপি ২৪ আসনে প্রার্থী দিয়েছে।

এবি পার্টিকে তিনটি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া জামায়াত দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর জন্য ফেনী-২ এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদের জন্য বরিশাল-৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী দেয়নি। তবে এবি পার্টি অন্তত ছয়টি আসন চায়। সে কারণে দুটি আসনে ছাড় নিশ্চিত হলেও, জামায়াতের জোটে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এনসিপি নাকি চরমোনাই কে গুরুত্বপূর্ণ নিয়ে বিরোধ বিএনপির সঙ্গে ব্যর্থ আলোচনা পর জামায়াতকে এনসিপির শর্ত ছিল, জোটে তাদের দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে স্বীকার করতে হবে। এনসিপির একজন জ্যেষ্ঠ নেতা সমকালকে বলেন, জামায়াতের সঙ্গে আলোচনায় পরিষ্কার করে বলা হয়েছে, ইসলামী আন্দোলনের চেয়ে অন্তত একটি আসন বেশি দিতে হবে। নির্বাচনী সমঝোতায় এনসিপিকে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে স্বীকার করতে হবে। তবে এতে ক্ষুব্ধ ইসলামী আন্দোলন। দলটির জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম সাংবাদিকদের সামনেই প্রশ্ন রাখেন, সারাদেশে এনসিপির কত ভোট আছে? তাদের কী সাংগঠনিক শক্তি আছে?

আসন বণ্টন আলোচনায় থাকা জামায়াতের একজন জ্যেষ্ঠ নেতা বলেন, দলীয় জরিপ অনুযায়ী, সারাদেশে এনসিপির ৬ শতাংশ জনসমর্থন রয়েছে। জুলাই চেতনার কারণেও নতুন দলটির গুরুত্ব রয়েছে। তাই এনসিপির প্রার্থী সংকট এবং সাংগঠনিক দুর্বলতার পরও দলটিকে জামায়াত আগ্রহ করে জোটে নিয়েছে। এনসিপির জোটসঙ্গী হিসেবে এবি পার্টিকেও নিতে হয়েছে। বিএনপি ছেড়ে আসা এলডিপির প্রধান খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তাই দলটিকে হাতছাড়া করা হয়নি। লেবার পার্টি, ১২ দলীয় জোটসহ আরও অনেকে বিএনপির কাছ থেকে আসন না পেয়ে জোটে আসতে চেয়েছিল, তাদের জামায়াত নেয়নি।জামায়াতের এই নেতা বলেন, আট দলের শীর্ষ নেতাদের বৈঠকে এনসিপি, এলডিপি এবং এবি পার্টিকে নির্বাচনী সমঝোতায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। জামায়াত একা সিদ্ধান্ত নেয়নি। ফলে আসন সবাইকে ছাড়তে হবে।এনসিপির জ্যেষ্ঠ নেতারা জানান, জামায়াতের সঙ্গে আলোচনায় ৩০ আসনে সমঝোতা হয়েছে। জোটেরই অন্য কোনো দল যদি প্রার্থী রাখে এসব আসনে, তাহলে জামায়াতকে এর দায়িত্ব নিতে হবে।