NEWSTV24
সীমান্তে বেপরোয়া বিএসএফ
বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬ ১৪:০৮ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

বাংলাদেশ-ভারত সীমান্তে কিশোরী ফেলানী হত্যাকাণ্ডের ১৫ বছর পূর্ণ হয় গতকাল বুধবার। ২০১১ সালের এই দিনে কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিল ১৫ বছরের কিশোরী ফেলানী খাতুন। দীর্ঘ সাড়ে চার ঘণ্টা কাঁটাতারে ঝুলে থাকে ফেলানীর মৃতদেহ। গোটা বিশ্বকে নাড়িয়ে দেয় এই ঘটনা। কিন্তু এখনও এই হত্যাকাণ্ডের বিচার পায়নি তার পরিবার। বাংলাদেশ-ভারত সীমান্তে বন্ধ হয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলি-নির্যাতন ও বেপরোয়া আচরণ।ফেলানী হত্যার ১৫ বছর পূর্তিকালে মঙ্গলবার রাত ১টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রনি মিয়া নামে এক বাংলাদেশি যুবক আহত হন। শুধু গুলি নয়, গত ৪ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর-টেক সীমান্তের ওপারে ভারতের বিএসএফের হাতে আটক হন রবিউল ইসলাম নামে এক বাংলাদেশি। আটকের কিছুক্ষণ পরই তিনি মারা যান। নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে নিহতের পরিবারের অভিযোগ। মৃতের বুক, হাত-পা ও গালে অন্তত ছয়টি আঘাতের চিহ্ন রয়েছে।২০২৫ সালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ভারতের নাগরিকদের হাতে বাংলাদেশিদের হত্যার সংখ্যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল ভারত। কিন্তু সীমান্তের এর প্রতিফলন দেখা যায়নি।মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিএসএফের হাতে ৩৪ জন বাংলাদেশি নিহত হন। এর মধ্যে ২৪ জন গুলিতে এবং ১০ জন নির্যাতনের ফলে মারা যান। আগের বছরগুলোতে নিহতের সংখ্যা ছিল ২০২৪ সালে ৩০, ২০২৩ সালে ৩১, ২০২২ সালে ২৩ এবং ২০২১ সালে ১৮।

হাতীবান্ধায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাট ও হাতীবান্ধা প্রতিনিধি জানান, লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি রনি মিয়া বিএসএফের গুলিতে আহত হন মঙ্গলবার রাত ১টার দিকে। উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া সীমান্তের ৯০২ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। রনি মিয়া ওই এলাকার হারুন অর রশিদের ছেলে।বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন সঙ্গে সীমান্তের ৯০২ নম্বর পিলার এলাকায় যান রনি। এ সময় তাদের দেখে গুলি করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে রনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ পেয়ে বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের দইখাওয়া বিওপি ক্যাম্পের টহল দল এগিয়ে যায়। এ সময় রনিকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে বিজিবি।বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, বারবার সতর্ক করার পরও সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া অত্যন্ত হতাশাজনক। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।জানা গেছে, সীমান্তে মাদক চোরাচালানকালে বিএসএফের গুলিতে মো. রনি গুলিবিদ্ধ হয়েছেন। ১৫ দিন আগেও তিনি একইভাবে গুলিবিদ্ধ হন।