NEWSTV24
এবার কলকাতার উপ-হাইক‌মিশনেও ভিসা সেবা বন্ধ করলো বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬ ১৪:১১ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

দিল্লি-আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইক মিশন থেকেও ব্যবসায়িক ও কর্মসংস্থান ছাড়া ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।কলকাতা উপ-হাইক মিশনের একজন কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।নাম প্রকাশে অনাগ্রহী ওই কর্মকর্তা জানান, কলকাতার উপ-হাইকমিশনে কনস্যুলার সেবা ও ভিসা বন্ধ করা হয়েছে। শুধুমাত্র বিজনেস ও ওয়ার্ক ভিসা ছাড়া ভারতীয়দের জন্য পর্যটক ও অন্যান্য ভিসা সেবা বন্ধ করা হয়েছে। বাংলাদেশে ভারতীয়দের নিরাপত্তার বিষয় টিকে গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।এ বিষয়ে কলকাতার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। বুধবার থেকেইেএই সেবা বন্ধ হয়ে গেছে বলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে খবর পাওয়া গেছে। বাংলাদেশে ভারতীয়দের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের কথা মাথায় রেখেই ঢাকা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। আগামী দুই মাস বাংলাদেশের ভিসা পাওয়ার কোনও সম্ভাবনা ভারতীয় পর্যটকদের জন্য নেই বলেও প্রতিবেদনে উএলখ করা হয়েছে।এর আগে, দিল্লির বাংলাদেশ দূতাবাস এবং আগরতলা উপদূতাবাস ও শিলিগুড়ির ভিসা সেন্টার থেকে থেকে পর্যটক ভিসা প্রদান বন্ধ করে দেওয়া হয়েছিল। শুধু কলকাতার বাংলাদেশ উপদূতাবাস থেকে এই পরিষেবা চালু রাখা হয়েছিল। বুধবার থেকে তা-ও বন্ধ করে দেয়া হয়। ফলে গোটা ভারতে কোথাও আর বাংলাদেশে যাওয়ার পর্যটক ভিসা আপাতত ভারতীয় নাগরিকরা পাবেন না।