NEWSTV24
আইসিসির ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ২৩:৩৯ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে দুজন প্রতিনিধি আসতে চেয়েছিলেন বাংলাদেশে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলসহ সরকারের উচ্চ পর্যায়ে দেখা করে আগামী টি২০ বিশ্বকাপের বর্তমান চিত্রটা তুলে ধরার লক্ষ্য তাদের।

বিশ্বকাপ ভেন্যু পরিবর্তনে লজিস্টিক ও কৌশলগত দুর্বলতা অনুধাবন করে বাংলাদেশ সরকারকে ভারতে দল পাঠাতে রাজি করাতে শেষ চেষ্টা করে দেখতে চান তারা। সেই কৌশলে বোধহয় একটু ধাক্কা লেগেছে।

ভিসা জটিলতায় একজনের আসা হচ্ছে না। আইসিসির ওই ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, আজ ঢাকায় আসছেন আইসিসির প্রতিনিধি এন্ড্রু এফগ্রেড। আইসিসি দুর্নীতি দমন বিভাগ ও নিরাপত্তা বিভাগের প্রধান তিনি। 

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে হবে টি২০ বিশ্বকাপ। ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশের সব ম্যাচ হওয়ার কথা ভারতে। উদ্বোধনী দিনে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষেও খেলতে হবে কলকাতায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি নেপালের বিপক্ষে খেলবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। নিরাপত্তা ঝুঁকি থাকায় বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। ৪ জানুয়ারি নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে আইসিসিকে ইমেইল করেছে বিসিবি। ৮ জানুয়ারি নিরাপত্তা ঝুঁকির বাস্তব চিত্র তুলে ধরে আন্তর্জাতিক নিউজ লিঙ্ক পাঠিয়েছে। এরই ধারাবাহিকতায় ১৩ জানুয়ারি আইসিসির শীর্ষ কর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন।

সেখানেই ভারতে নিরাপত্তা ঝুঁকি নিয়ে বিসিবির নিজস্ব নিরাপত্তা বিশ্লেষণ ও গাইডলাইন দিতে বলা হয়। বিসিবি সেটা দিয়েছে কিনা জানা যায়নি। তবে চিঠি চালাচালি যতই হোক না কেন, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। গ্রুপিং পরিবর্তন করে হলেও শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দেওয়ার অনুরোধ করা হয়েছে। বাংলাদেশ সরকার নিজেদের সিদ্ধান্তে অনড় থাকলে ‘সি’ গ্রুপ থেকে ‘বি’ গ্রুপে দেওয়া হতে পারে আয়ারল্যান্ডের জায়গায়। এক্ষেত্রে আইসিসির সভার অনুমোদন লাগবে। এই জটিলতাগুলো বোঝাতেই বাংলাদেশে আসছেন আইসিসি প্রতিনিধি এন্ড্রু এফগ্রেড।

আইসিসি প্রতিনিধি আজ বিসিবি ও সরকারের সঙ্গে আলাদা আলাদা মিটিং করতে পারেন। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, আইসিসির প্রতিনিধির সঙ্গে বিশ্বকাপ ইস্যুতে মিটিং হবে তাঁর। তবে এর সমাধান আসিফ নজরুল দিতে পারবেন কিনা জানা নেই। এ জন্য সরকার প্রধানেরও অনুমোদন লাগতে পারে। যদিও বিসিবি সভাপতি পরিষ্কার বলেছেন, শ্রীলঙ্কাতেই বিশ্বকাপ খেলার দাবিতে অনড় থাকবে বাংলাদেশ।