সব ধরনের যাত্রীবাহী ট্রেনে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়েতাপমাত্রা ৫০ ডিগ্রির বেশি যেসব অঞ্চলেবিশ্ব ধরিত্রী দিবস আজপ্রাথমিকে শিক্ষক নিয়োগ: সংশোধিত ফলাফলে উত্তীর্ণ ৪৬ হাজারসকালের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
No icon

বিশ্বকাপ ফুটবলের টিকেট বিক্রি শুরু

শুরু হয়েছে ক্রীড়া প্রেমীদের আকর্ষণীয় টুর্নামেন্ট বিশ্বকাপ ফুটবলের টিকেট বিক্রি। গতকাল বুধবার থেকে এই টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেছে ফিফা।আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপে আলোচিত ২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্টের টিকেট কেনার সুযোগ পাবেন ফুটবল প্রেমীরা। ফিফা তার ওয়েবসাইটে শুরুতে মোট তিন ধরনের টিকেট বিক্রির কার্যক্রম শুরু করেছে। প্রথম ধাপে ৪ টি স্টেডিয়ামে ৪টি ম্যাচ দেখার প্যাকেজ। এছাড়া থাকছে আলাদা একটি করে ম্যাচের টিকেট এবং পছন্দের দলের সবগুলো খেলার টিকেট।টিকেটের সর্বনিম্ন দাম ৪০ কাতারি রিয়াল। সর্বোচ্চ দাম ধরা হয়েছে দুই হাজার ২৫০ কাতারি রিয়াল। তবে উদ্বোধনী ম্যাচে সর্বনিম্ন টিকেটের দাম ২০০ কাতারি রিয়াল। এ ছাড়া সেমিফাইনাল ম্যাচের টিকেট সর্বনিম্ন মূল্য ৫০০ কাতারি রিয়াল এবং সর্বোচ্চ মূল্য তিন হাজার ৪৮০ কাতারি রিয়াল। এদিকে ফাইনাল ম্যাচের টিকেটের সর্বোচ্চ মূল্য ৫ হাজার ৮৫০ কাতারি রিয়াল এবং সর্বনিম্ন মূল্য ৭৫০ কাতারি রিয়াল। আয়োজক দেশ হিসেবে কাতারে বসবাসরত অভিবাসীরা সর্বনিম্ন মূল্যে খেলা দেখার সুযোগ পাবেন।একজন দর্শক একটি ম্যাচে ৬ জনের জন্য টিকেট কিনতে পারবেন। তবে পুরো বিশ্বকাপের সব খেলা মিলিয়ে ৬০টির বেশি টিকেট কেনা যাবে না। এখন থেকে টিকেটের জন্য আবেদন করার পর টিকেট পাওয়া যাবে পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে। টিকেট কেনার জন্য প্রথমে ফিফা ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। পরে আবেদন করা যাবে। টিকিটের জন্য আবেদন শেষে ড্র এর মাধ্যমে নির্ধারিত হবে টিকিট ভাগ্য। তবে বিশ্বকাপে উপস্থিত দর্শকদের জন্য করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক করেছে কাতার।