চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারিআমিরাতে বৃষ্টিতে গাড়িতে আটকা পড়ে মারা গেলেন দুই জন সেরেলাক-নিডোয় অতিরিক্ত চিনি, পরীক্ষা করবে বিএফএসএজাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্রভারতে লোকসভা নির্বাচনের ভোট শুরু
No icon

সাত বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো রোববার

দেশে গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রোববার (২৫ এপ্রিল)। এই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিলো যশোরে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিলো ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আবহাওয়াবিদ একেএম নাজমুল হক। তিনি বলেন, সাত বছরে মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রোববার। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। দেশজুড়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।তিনি জানান, ২০১৪ সালের পর এটা সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। এর আগে ২০১৪ সালে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিলো। একই বছর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রাও ৪০ ডিগ্রিতে উঠেছিলো।বৃষ্টিপাত কম হওয়ার কারণে তাপমাত্রা তীব্র হচ্ছে বলে জানিয়ে নাজমুল হক বলেন, তাপপ্রবাহ আরও ২-৩ দিন থাকতে পারে। এবং আরও তাপমাত্রা বাড়তে পারে। তবে শিগগির কোন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানান তিনি।