ফরিদপুরের মধুখালীতে শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩তাপপ্রবাহের কারণে স্কুল-কলেজ বন্ধ ঘোষণাতীব্র তাপপ্রবাহ: ৭ দিন স্কুল বন্ধের দাবি ভেজাল নকল পণ্যে সর্বনাশতাপমাত্রা আরও বাড়তে পারে
No icon

১২-১৭ বছরের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়া ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে আমেরিকার ফাইজারের টিকা দেওয়া হবে স্কুলগামী শিক্ষার্থীদের। এজন্য আমার কাজ করছি।শনিবার দুপুরে পৌর ভবনে মানিকগঞ্জ পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে আছে বলে মৃত্যু ও সংক্রমণ হার কমে গেছে। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই বাস, ট্রেন, শিল্পকারখানা খুলেছে। অর্থনীতির চাকা সচল রয়েছে। মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন।করোনা নিয়ন্ত্রণ এমনি এমনি হয়নি এজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের কাজ করতে হয়েছে।তিনি আরও বলেন,বাংলাদেশসহ পৃথিবীর ৮টি দেশকে লাল তালিকাভুক্ত করেছিল যুক্তরাজ্য। তবে আমাদের দেশের নাম এখন সেই লাল তালিকা থেকে বাদ দিয়েছে। এর দাম সাড়ে ৫ হাজার কোটি টাকা। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা মাত্র ১৫ দিনের ব্যবধানে এই টিকার অর্ডার দিতে পেরেছি। তারা। এটা আমাদের দেশের জন্য সুখবর।জাহিদ মালেক বলেন,এ পর্যন্ত আমরা আড়াই কোটি মানুষকে টিকা দিয়েছি। এর মধ্যে দেড় কোটি মানুষ দুইডোজ টিকা নিয়েছেন। চীন থেকে ৬ কোটি টিকা পাওয়ার চেষ্টা করা হচ্ছে। এই টিকার দাম সাড়ে তিন হাজার কোটি টাকা যা আমার অর্ডার দিয়েছি। আমরা আরও ১০ কোটি টিকা নেওয়ার জন্য ডব্লিউএইচওর সঙ্গে চুক্তি করেছি

পৌর মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ।মতবিনিময় সভায় জাহিদ মালেক আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষাণা দিয়েছেন গ্রামকে শহর করা হবে। গ্রাম উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।তিনি বলেন, মানিকগঞ্জ পৌরসভার হচ্ছে জেলার ড্রইং রুম। আমার সবাই মিলে সেই ড্রইং রুমকে সাজাতে চাই। এজন্য বেশ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে শিশু পার্ক, সুয়ারেজ লাইন, অডিটোরিয়াম, আধুনিক ট্রিটমেন্ট,বাসস্ট্যান্ড, পানি শোধনাগার ও পৌর এলাকা বৃদ্ধি করে বেশি মানুষকে সেবা দেওয়া।বিএনপি-জামায়াতের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন,বিএনপি-জামায়াত সরকারের সময় আমাদের রিজার্ভ ছিল ৩ হাজার বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে এখন আমাদের রিজার্ভ আছে ৪৮ হাজার বিলিয়ন মার্কিন ডলার। এখন আমরা সহজে বিদেশিদের সাহায্য নিই না, বরং আমরা অন্য দেশকে সাহায্য দিই। সেই সক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৈরি করেছেন।