সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ চলছেসোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত নেতাকর্মীদের ঢলআর কখনো ইন্টারনেট বন্ধ হবে না: ফয়েজ আহমদসাত দফা দাবিতে জামায়াতের জাতীয় সমাবেশ আজবৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
No icon

আর কখনো ইন্টারনেট বন্ধ হবে না: ফয়েজ আহমদ

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, দেশে আর কখনো ইন্টারনেট বন্ধ হবে না।শুক্রবার (১৮ জুলাই) বিকেলে বাংলাদেশে আন্তর্জাতিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের সেবার ধরন, প্যাকেজ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, উপকূলীয় বন্যার আশঙ্কায় থাকা এলাকাসহ পিছিয়ে পড়া এলাকাগুলোতে স্টারলিংকের ইন্টারনেট সংযোগ সবার আগে দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।তিনি বলেন, ২০২৪ সালের ১৭ জুলাই সারা দেশে ইন্টারনেট শাটডাউন করা হয়েছিল। আজ বর্ষপূর্তি উপলক্ষে শপথ করছি, বাংলাদেশে আর কখনো ইন্টারনেট বন্ধ হবে না।তিনি আরও বলেন, ভবিষ্যতে যাতে কেউ ইন্টারনেট বন্ধ করতে না পারে, সেজন্য টেলিযোগাযোগ আইনে সংশোধন আনা হচ্ছে।