চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারিআমিরাতে বৃষ্টিতে গাড়িতে আটকা পড়ে মারা গেলেন দুই জন সেরেলাক-নিডোয় অতিরিক্ত চিনি, পরীক্ষা করবে বিএফএসএজাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্রভারতে লোকসভা নির্বাচনের ভোট শুরু
No icon

পোশাকের রপ্তানি বাড়ছে যুক্তরাষ্ট্রের বাজারে

মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে দিন দিন বাংলাদেশি পোশাকের রপ্তানি বাড়ছে। বৈশ্বিক মহামারী করোনাকালেও চাহিদা কমেনি। তবে করোনার নতুন রূপ ওমিক্রন কতটা ধেয়ে আসবে- এ নিয়ে কপালে চিন্তার ভাঁজও পড়েছে দেশীয় উদ্যোক্তাদের। তারা বলছেন, রপ্তানির ধারা অনেকটাই ওমিক্রনের ওপর নির্ভর করছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাকের রপ্তানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্স) সম্প্রতি যুক্তরাষ্ট্রের ২০২১ সালের জানুয়ারি-নভেম্বর সময়ের মাসিক বাণিজ্য তথ্য প্রকাশ করেছে। অটেক্সের তথ্য অনুযায়ী, এ সময়ে ২০২০-এর একই সময়ের তুলনায় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের টেক্সটাইল এবং পোশাক আমদানি ৩০ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সমগ্র বিশ্ব থেকে তাদের আমদানি বেড়েছে ২৫ দশমিক ৪৩ শতাংশ। মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ পোশাক আমদানি বাজার চীন এবং যুক্তরাষ্ট্রের বাজারে চীনের শেয়ার ২৪ শতাংশ। ২০২১-এর ওই সময়ে চীন থেকে যুক্তরাষ্ট্রের আমদানি বৃদ্ধি পেয়েছে ২৭ দশমিক ২৯ শতাংশ।সূত্র জানায়, ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রের আমদানি বৃদ্ধি পেয়েছে ১২ দশমিক ৭৩ শতাংশ। অন্যান্য যে দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রের আমদানি উল্লেখযোগ্য হারে বেড়েছে, সেগুলো হলো-পাকিস্তান ৫৯ দশমিক ৩০ শতাংশ, হন্ডুরাস ৪৭ দশমিক ১০ শতাংশ, ভারত ৩৫ দশমিক ৪৭ শতাংশ এবং মেক্সিকো ২৯ দশমিক ৬৭ শতাংশ।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত তথ্যমতে, ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) সারাবিশ্বে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে ১ হাজার ৯৯০ কোটি ৭ লাখ ডলারের, যা আগের অর্থবছরের (২০২০-২১) একই সময়ে ছিল ১ হাজার ৫৫৪ কোটি ৫৫ লাখ ৭ হাজার ডলার। অর্থাৎ ৪৩৫ কোটি ডলারের বেশি রপ্তানি বেড়েছে সারাবিশ্বে।২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) দেশভিত্তিক পোশাক রপ্তানির তথ্য অনুযায়ী, বাংলাদেশের অন্যতম প্রধান বাজার যুক্তরাষ্ট্রে ২০২০-২১ অর্থবছরের তুলনায় এ সময়ে পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ৪৬ শতাংশ। ২০২১-২২ অর্থবছর যুক্তরাষ্ট্রের বাজারে ৪২৩ কোটি ১৬ লাখ ৫ হাজার ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা তার আগের অর্থবছর ২০২০-২১ সময়ে ছিল ২৯০ কোটি ৮ হাজার ডলার। অর্থাৎ ছয় মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি প্রবৃদ্ধি বেড়েছে প্রায় ৪৬ (৪৫ দশমিক ৯১) শতাংশ। অর্থবছরের প্রথমার্ধে পোশাকের মোট রপ্তানি ২৮ শতাংশ বেড়েছে।পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম বলেন, যুক্তরাষ্ট্রের বাজার বাংলাদেশের পোশাকের অনেক চাহিদা রয়েছে। তবে ওমিক্রন কোন দিকে যায়- এর ওপর নির্ভর করছে।এদিকে বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, রপ্তানি অনুযায়ী পোশাক খাতের ইতিবাচক রপ্তানি লক্ষ করা গেলেও সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। পোশাকের বিভিন্ন কাঁচামাল যেমন- টেক্সটাইল, পণ্য জাহাজীকরণ খরচ, রঙ ও রাসায়নিক দ্রব্যের বাজার অনেক চড়া। পণ্যের উৎপাদন খরচ বৃদ্ধির অনুপাতে পোশাকের দাম সামঞ্জস্যপূর্ণভাবে বাড়ছে না।