ইউক্রেনকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রআগামীকাল ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণশপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতিহিট অ্যালার্ট আরও তিন দিন বাড়তে পারেরাঙামাটিতে সড়ক ও নৌপথে অবরোধ চলছে
No icon

পদ্মা সেতুর স্মারক নোটে ব্যাপক সাড়া

জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে অবমুক্ত করা ১০০ টাকা মূল্যমানের স্মারক নোট সংগ্রহে সব শ্রেণিপেশার মানুষের ব্যাপক সাড়া মিলেছে। মাত্র দুই দিনেই প্রথম দফায় ছাপানো ১০ হাজার পিস স্মারক নোটের প্রায় সব কয়টি বিক্রি হয়ে গেছে। ফলে তৃতীয় দিনে এসেই স্মারক নোটের বিক্রি বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।নোটিশ ছাড়া হঠাৎ বিক্রি বন্ধ করে দেওয়ায় গতকাল অনেকেই ফিরেছেন খালি হাতে। এদিকে, এখন পর্যন্ত ১৭টি স্মারক মুদ্রা ও ৮টি স্মারক নোট অবমুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত ১০০ টাকা মূল্যমানে স্মারক নোটটি গত শনিবার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির উপস্থিত ছিলেন। এর আগে গত বৃহস্পবিার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবের প্রতীক পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ২৬ জুন রবিবার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে অন্যান্য শাখা অফিস থেকে পাওয়া যাবে। খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ

করা হয়েছে ১৫০ টাকা। আর ফোল্ডার ও খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। জানা যায়, বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের একাধিক কাউন্টারের মাধ্যমে স্মারক নোটটি বিক্রির ব্যবস্থা করে বাংলাদেশ ব্যাংক। সরেজমিনে দেখা যায়, গত রবি ও সোমবার বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কাউন্টারগুলোতে স্মারক নোট কিনতে ব্যাপক ভিড় লেগে যায়। প্রচলনযোগ্য না হওয়ার পরও শখের বসেই বিভিন্ন শ্রেণিপেশার মানুষ নোটটি সংগ্রহ করতে আসেন। তবে প্রথম দিন থেকেই অনেকেই চাহিদা অনুযায়ী স্মারক নোট কিনতে পারেননি বলে অভিযোগ ওঠে।গত সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিল্ডিংয়ের নিচতলায় পদ্মা সেতুর স্মারক নোট কিনতে আসেন ন্যাশনাল ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার থেকে অবসরে যাওয়া গোপাল চন্দ্র। স্মারক নোট কেন সংগ্রহ করছেন জানতে চাইলে তিনি বলেন, ছেলেমেয়ের জন্য পদ্মা সেতুর স্মারক নোট সংগ্রহ করতে এসেছি। কিন্তু চাহিদা অনুযায়ী পাচ্ছি না। আমার দরকার ছিল ৫টি। কিন্তু নিতে পারলাম ১টি।