চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারিআমিরাতে বৃষ্টিতে গাড়িতে আটকা পড়ে মারা গেলেন দুই জন সেরেলাক-নিডোয় অতিরিক্ত চিনি, পরীক্ষা করবে বিএফএসএজাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্রভারতে লোকসভা নির্বাচনের ভোট শুরু
No icon

ঈদুল আজহার ছুটি শেষে ১৯ দিন আজ বসেছেন সুপ্রিম কোর্ট

ঈদুল আজহার সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি ও অবকাশকালীন ছুটি শেষে ১৯ দিন পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকাজ শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৯টা ১০ মিনিট থেকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে বিচারকাজ চলছে। বেঞ্চের অন্য চার বিচারপতি হলেন- বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।এদিকে সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্টের ৫০টি বেঞ্চে একযোগে বিচারকাজ শুরু হবে। আজ থেকে আইনজীবী ও বিচারপ্রার্থীদের পদচারণায় মুখরিত থাকবে দেশের সর্বোচ্চ আদালত।এর আগে গত ১ জুলাই থেকে অবকাশকালীন ও ঈদের ছুটিতে যান সুপ্রিম কোর্ট। তবে এ সময় জরুরি বিচারকাজ পরিচালনার জন্য হাইকোর্টের কয়েকটি বেঞ্চ ও আপিল বিভাগের চেম্বার আদালত খোলা ছিল।