ঐকমত্য কমিশনের সভা বর্জন করেছে বাম দলগুলোচট্টগ্রামে মৃদু ভূমিকম্প, আতঙ্কে বাইরে ছুটে আসেন অনেকেকঠিন হয়ে পড়ছে বাংলাদেশিদের বিদেশগমনপিআর পদ্ধতিতে মনোনীত হবেন সংসদের উচ্চকক্ষ সদস্যঢাকাসহ ১২ জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা
No icon

সুপারশপে আজ থেকে পলিথিন ব্যাগ বন্ধ

সুপারশপে আজ মঙ্গলবার (১ অক্টোবর) থেকে পলিথিন ব্যাগ রাখা যাবে না। এর পরিবর্তে ব্যবহার করতে হবে পাট বা কাপড়ের ব্যাগ। গত ২৪ সেপ্টেম্বর ঢাকায় এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।তিনি বলেন, ‘পলিথিন বা পলিপ্রপাইলিনের ব্যাগ ব্যবহারে যে নিষেধাজ্ঞা আছে, সেটি কার্যকর করতে আগামী ১ অক্টোবর থেকে সুপারশপে এবং ১ নভেম্বর থেকে কাঁচাবাজারগুলোতে আইনের প্রয়োগ করা হবে।’এর আগে সেপ্টেম্বর মাসের ৯ তারিখ পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্টেকহোল্ডারদের সাথে অনুষ্ঠিত সভায় পলিথিন ব্যাগ বন্ধের সিদ্ধান্ত হয়। এদিকে সুপারশপে পলিথিন বন্ধে ব্যবস্থা নিতে দেশের সব বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক এবং এসপিদের পলিথিন ও পলিপ্রোপাইলিন ব্যাগ বন্ধে নির্দেশনা দেন উপদেষ্টা রিজওয়ানা হাসান।