সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে আজবিসিবি থেকে পদত্যাগ করতে যাচ্ছেন সালাহউদ্দিনহোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ফেসবুকের মতো কভার ফটো ফিচারকিছুটা কমতে পারে ঢাকার গরম, মেঘলা থাকবে আকাশনির্বাচনি উত্তাপে দেশ
No icon

খুলনায় মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

খুলনায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে মোটরসাইকেলের চালক মো. মিরাজ ও ইজিবাইকের চালক মতিন নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে নগরীর রূপসা সেতুর বাইপাস সড়কের হরিণটানা গেট এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।লবণচরা থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে মোটরসাইকেলে করে ৩ যুবক দ্রুতগতিতে রূপসা সেতুর দিকে যাচ্ছিলেন। পথে হরিণটানা গেট সড়ক দিয়ে একটি ইজিবাইক রূপসা সেতুর বাইপাস সড়কে ওঠে। এ সময় সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা ৩ জন ও ইজিবাইকের চালক আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।পরে মোটরসাইকেলের চালক মো. মিরাজ ও ইজিবাইকের চালক মতিন মারা যান। নিহত মিরাজ বাগেরহাট জেলার মোংলা উপজেলার দ্বিগরাজ এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে এবং ইজিবাইকের চালক মতিন লবণচরা থানার দারোগার ভিটা এলাকার বাসিন্দা।আহত মোটর সাইকেল আরোহী মোংলার দ্বিগরাজ এলাকার মোশাররফ হোসেনের ছেলে ফাহাদ ও খুলনার তেরখাদা উপজেলার আরশীল আজিমের ছেলে পল্লব চিকিৎসাধীন রয়েছেন।