নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামছে টাইগাররাআফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪১১ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংকবিকেলে ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টাসেপ্টেম্বরে এলপি গ্যাসের দাম নির্ধারণ, জানা যাবে আজ
No icon

টঙ্গীতে ঝুটের গুদামে আগুন

গাজীপুরে টঙ্গীর মিলগেট এলাকায় জুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। তবে সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিপুল পরিমাণ ঝুট মালামাল ও দোকান পুড়ে গেছে।টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম বলেন, মিলগেট এলাকায় ভোর সাড়ে পাঁচটার দিকে ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পরে পার্শ্ববর্তী গুদামে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের প্রথমে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুন বাড়তে থাকায় উত্তরা ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে ৭টা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে আগুন নির্বাপণের কাজ চলছে।তিনি বলেন, ঘটনাস্থলে কিছু ঝুট গুদাম ছিল, রঙ এর গুদাম ছিল, কাঁচামাল ও মুদির মালসহ বিভিন্ন ধরনের দোকান ছিল। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।