ঐকমত্য কমিশনের সভা বর্জন করেছে বাম দলগুলোচট্টগ্রামে মৃদু ভূমিকম্প, আতঙ্কে বাইরে ছুটে আসেন অনেকেকঠিন হয়ে পড়ছে বাংলাদেশিদের বিদেশগমনপিআর পদ্ধতিতে মনোনীত হবেন সংসদের উচ্চকক্ষ সদস্যঢাকাসহ ১২ জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা
No icon

মিরপুরে ৬ তলা ভবনের গ্যারেজে আগুন

রাজধানীর মিরপুর-১ ঈদগাহ মাঠের পাশে একটি ৬তলা ভবনের নিচতলায় গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।রবিবার (২২ জুন) দিবাগত রাতে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, রবিবার রাত ১১ টা ৪৫ মিনিটে রাজধানীর মিরপুরের একটি ৬তলা ভবনের নিচতলার গ্যারেজে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ১১ টা ৫১ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়।মিরপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে জানিয়ে তিনি আরও বলেন, রাত ১২ টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।আগুনের সূত্রপাত এবং হতাহতের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।