আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসএপ্রিলে ৪৩ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টি অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টিবজ্রসহ শিলা বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে আজ শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন
No icon

মহাখালীর বস্তিতে আগুন নিয়ন্ত্রণে ১৪ ইউনিট, হাজারো ঘর ভষ্মিভূত

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার দেড় ঘণ্টায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। রোববার (৬ জুন) দিবাগত ভোররাত ৪টার দিকে বস্তিতে আগুনের সূত্রপাত হয়। পরে তা পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে।সোমবার (৭ জুন) সকাল পৌনে ৬টা পর্যন্ত বস্তির অন্তত এক হাজার ঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা।অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। এখন ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পার্শ্ববর্তী জনস্বাস্থ্য ইনস্টিটিউট, সংক্রামক ব্যাধি হাসপাতালসহ বিভিন্ন জলাশয় থেকে পানি আনছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানিয়েছেন, খবর পেয়ে প্রথমে সেখানে ৪টি ইউনিট পাঠানো হয়। পরে আগুনের ভয়াবহতা দেখে আরও ১০টি ইউনিট সেখানে পাঠানো হয়েছে।বর্তমানে আগুন নিয়ন্ত্রণে সেখানে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। আরও বেশ কয়েকটি ইউনিট দ্রুত সেখানে যোগ দেবে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসকর্মীদের পাশাপাশি বস্তির বাসিন্দারাও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন। তবে বাতাসে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ছে। ফলে নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিসকর্মীদের।বস্তির বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, বস্তিজুড়ে কাঠ ও টিনশেডের ঘর। পুরো বস্তিতে প্রায় দুই হাজার ঘর রয়েছে। এরমধ্যে এ পর্যন্ত অন্তত এক হাজার ঘর আগুনে পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে।তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে তাও প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিসকর্মীরা।