আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসএপ্রিলে ৪৩ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টি অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টিবজ্রসহ শিলা বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে আজ শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন
No icon

সড়কে বেড়েছে ব্যক্তিগত গাড়ি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীসহ সারা দেশে চলছে দুই সপ্তাহের কঠোর লকডাউন।চলমান লকডাউনের পঞ্চম দিনে মঙ্গলবার রাজধানীতে গণপরিবহন ছাড়া প্রায় সব ধরনের গাড়ি চলছে। বিশেষ করে ব্যক্তিগত গাড়ি সড়কে বেশি দেখা যাচ্ছে।মঙ্গলবার সকালে রাজধানীর ফার্মগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি, সাতরাস্তা ও কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখা যায়, গত কয়েকদিনের তুলনায় আজ সড়কে মানুষ ও যানবাহনের সংখ্যা বেশি।দায়িত্বরত পুলিশ সদস্যরা জানিয়েছেন, ঈদের পর আজ সড়কে যানবাহনের চাপ বেশি। ব্যাংকসহ জরুরি বেশ কিছু প্রতিষ্ঠান খোলা থাকায় গাড়ির সংখ্যা বেড়েছে।সড়কে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি চলছে রিকশা, মোটরসাইকেল, অফিস বাস ও পণ্যবাহী ট্রাক।যারা রিকশায় যাতায়াত করছেন, চেকপোস্টে তাদের তুলনামূলক কম আটকানো হচ্ছে।