যুক্তরাজ্যে যাচ্ছে সীতাকুণ্ডের লিচুগাজায় ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় নিহত ১২১ ফিলিস্তিনি১১ বছর পর আবারও এভারেস্ট চূড়ায় বাংলাদেশ দুপুরের মধ্যে ঝড়ের আভাস৩ দিন ভারত ভ্রমণে যেতে পারবেন না বাংলাদেশিরা
No icon

ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বেড়েছে শীত

রাজধানী ঢাকার আকাশ রোববার সারাদিন মেঘলা ছিল। দু-একবার মেঘের আড়ালে সূর্য উঁকি দিলেও হারিয়ে গেছে নিমিষেই। দুপুরে কয়েক ফোঁটা বৃষ্টিও ঝরেছে। তবে রাত ১০টা থেকে ঢাকার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, চলেছে রাতভর। এতে আরও বেড়েছে শীতের তীব্রতা।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দু-তিনদিন রাজধানী ঢাকাসহ সারাদেশে এমন আবহাওয়া বিরাজ করতে পারে। রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।রোববার (২৩ জানুয়ারি) ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।আগামী তিনদিনে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।