নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ভারতবিদেশি বিনিয়োগে মন্দা কাটছেই নাপ্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিলআগামী সপ্তাহে বন্দি স্থানান্তর, আপাতত থাকবে ১০০ কয়েদিএমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি নিয়োগ বিষয়ক প্রজ্ঞাপন স্থগিত
No icon

আজ মেঘলা থাকতে পারে রাজধানীর আকাশ

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।সেই সঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এদিকে আজ সকালে ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ।