সাগরে লঘুচাপ, ভারি বৃষ্টির আভাসচলতি মাসেই ২০০ প্রার্থী চূড়ান্ত বিএনপিরশিশুখাদ্যে শতভাগ এলসি মার্জিন নেওয়া যাবে নাসাবেক-বর্তমান ২৫ সেনা কর্মকর্তাসহ আসামিরা না এলে পত্রিকায় বিজ্ঞপ্তিপ্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল
No icon

কলাবাগানে বাসার ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগান এলাকায় একটি বাসার ফ্রিজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার রাত সাড়ে ১০টার দিকে কলাবাগান ফাস্ট লেনের ওই ভবনের ছয় তলার একটি ফ্লাটের ফ্রিজ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।কলাবাগান থানার ওসি ফজলে আশিক বলেন, লন্ডন কলেজের পাশের একটি ভবনে এ ঘটনা ঘটেছে। ওই বাসায় দুই সন্তানসহ নিহত নারী ও তার স্বামী থাকতেন। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। এ বিষয়ে কাজ চলছে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।