বছরের শেষ দিন ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপানহাদি হত্যায় অভিযুক্ত ফয়সালের ভিডিও বার্তায় ভিন্ন দাবিবিদায় ২০২৫: দিনবদলের আশ্বাসে এল নতুন বছরবাজারের ভেতর বালুবোঝাই ট্রাক উল্টে নিহত ৪, আহত ১৫কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকায় আতশবাজি, ফানুস থেকে অগ্নিকাণ্ড
No icon

কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকায় আতশবাজি, ফানুস থেকে অগ্নিকাণ্ড

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও থার্টি ফার্স্ট নাইট উদযাপনে রাজধানী ঢাকার আকাশ ফানুসে ছেয়ে গেছে। বাসা-বাড়ির ছাদে ছাদে ফোটানো হয়েছে আতশবাজি। মনসুরাবাদে ফানুস থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বুধবার রাত সাড়ে ১১টা থেকেই রাজধানীর অধিকাংশ এলাকায় ফানুস উড়তে দেখা যায়। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে আতশবাজি ও ফানুস উড়িয়ে নতুন বছরকে স্বাগত জানায় ঢাকাবাসী। পটকার শব্দে প্রকম্পিত হয়েছে বিভিন্ন এলাকা। প্রায় প্রতিটি বাসার ছাদেই ভবনের বাসিন্দারা ভিড় করেন ফানুস-আতশবাজি উড়িয়ে ইংরেজি নতুন বছরকে বরণ করতে।ধানমন্ডিতে চারপাশ থেকে আগুনের ফুলকির মতো আতশবাজি ফুটেছে। তীব্র শব্দে কেঁপে কেঁপে উঠেছে চারদিক। আকাশে ড্রোন উড়তে দেখা গেছে। অসংখ্য ফানুস উড়েছে। রাত পৌনে ১টায় এ রিপোর্ট লেখার সময়ও আতশবাজি ফোটার শব্দ শোনা গেছে। ভয়ে অনেক পাখি ওড়াওড়ি করেছে। কয়েকটা কবুতরকে বাসার ছাদে আশ্রয় নিতে দেখা যায়।

মোহাম্মদপুরের বসিলা এলাকায় রাত ১০টার আগেই ফানুস ওড়াতে দেখা গেছে, দেখা গেছে আতশবাজি ফুটতেও। রাত ১১টার পর আদাবর এলাকার আকাশে অসংখ্য ফানুস উড়তে দেখা যায়। ১২টার দিকে শুরু হয় আতশবাজির বিকট শব্দ।এদিকে আতশবাজির বিকট শব্দ ও ফানুসের আগুনে বিভিন্ন এলাকায় পাখিদের আতঙ্কিত হয়ে ডাকাডাকি করতে দেখা গেছে। শহরের অলিগলিতে অনেক কুকুর-বিড়ালকেও আতঙ্কিত হয়ে ছুটোছুটি করতে দেখা যায়।থার্টি ফার্স্ট নাইট উদযাপনে ঢাকার আকাশ ফানুসে ছেয়ে গেছে, ছাদে ছাদে ফোটানো হয়েছে আতশবাজি বেশ কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকলেও উদযাপনে বাধা দেওয়া সম্ভব হয়নি। এছাড়া, এ বছর ভ্রাম্যমাণ আদালতের এসব কাজে বাধা দেওয়ার কথা থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি।প্রসঙ্গত, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থার্টি ফার্স্ট নাইটে ফানুস ও আতশবাজি ওড়ানোসহ সব ধরনের বিস্ফোরক ও অগ্নিসংযোগমূলক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল। অগ্নিকাণ্ড ও জননিরাপত্তার ঝুঁকির কথা উল্লেখ করে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সব ধরনের পটকা, আতশবাজি, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালনকালে রাজধানীতে এই কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।বুধবার ডিএমপির জারি করা গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।ডিএমপি জানিয়েছে, শোকের মর্যাদা রক্ষায় উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র;্যালি কিংবা শোভাযাত্রা আয়োজন করা যাবে না। পাশাপাশি উচ্চস্বরে গাড়ির হর্ন বাজানোসহ জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে- এমন সব কার্যক্রম থেকেও বিরত থাকতে নগরবাসীকে নির্দেশ দেওয়া হয়েছে।