দিনাজপুরে হঠাৎ ঘন কুয়াশা, জনজীবন ব্যাহতনওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহতআজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়ভোট ছাড়াই ফেরত এসেছে ১১ হাজার পোস্টাল ব্যালট দেশের ভেতরে হবে সরকারি ডেটা সংরক্ষণ, বাড়বে নিরাপত্তা
No icon

‘নিয়ম মানার হেলমেট’ পাওয়া যায় ১০০ টাকায় ঢাকার ফুটপাতে

রাজধানীতে মোটরসাইকেলে যাত্রী পরিবহন অনেক বেড়েছে। ট্রাফিক আইন অনুযায়ী চালকের সঙ্গে যাত্রীর মাথায়ও হেলমেট থাকতে হয়। নয়তো ট্রাফিক পুলিশ মামলা দিয়ে বসেন। তাই চলতি পথে কেউ পুলিশের মামলা থেকে বাঁচতে, কেউ চুরি যাওয়া থেকে রক্ষা পেতে কেনেন এসব হেলমেট। অনেকে আবার কেনেন কিছুটা কম দামে পাওয়ায়। দামে সস্তা হলেও এসব হেলমেট যাত্রীদের কতটা সুরক্ষা দিতে পারে, তা নিয়ে রয়েছে শঙ্কা। এ যেন কেবলই নিয়ম মানার হেলমেট।