লংমার্চে ভারতীয় আগ্রাসন প্রতিহত করার ঘোষণাবিজয় দিবসে বঙ্গভবনে আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তাউত্তরে ঘন কুয়াশা, জেঁকে বসছে শীতজুলাই বিপ্লবের কন্যারা ইতিহাস পরিবর্তনের ‘নায়িকা’: ড. ইউনূস
No icon

বিনা ভোটে নির্বাচিত ৩৩ প্রার্থী

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩৩ প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। গতকাল সংশ্লিষ্ট উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। সোমবার প্রার্থিতা প্রত্যাহার শেষে ইসির কর্মকর্তারা বলেছিলেন বিনা ভোটে ২৬ জন নির্বাচিত হয়েছেন।আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী- চট্টগ্রামের রাউজান উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান; রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান, সন্দ্বীপ উপজেলা ভাইস চেয়ারম্যান বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।এ ছাড়া কক্সবাজার সদরে ভাইস চেয়ারম্যান, নোয়াখালীর হাতিয়া চেয়ারম্যান, কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান; ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান; দিনাজপুরের হাকিমপুরের ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান; গাইবান্ধার সাঘাটায় চেয়ারম্যান; পাবনার বেড়ায় নারী ভাইস চেয়ারম্যান (আপিল শুনানির পর সিদ্ধান্ত) নাটোরের সিংড়ায় চেয়ারম্যান; বাগেরহাট সদরে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান; মুন্সীগঞ্জ সদরে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান; মাদারীপুরের শিবচরে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান; মৌলভীবাজারের বড়লেখায় নারী ভাইস চেয়ারম্যান; ফেনীর পরশুরামে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান; বান্দরবানের রোয়াংছড়িতে চেয়ারম্যান (নির্বাচন স্থগিত করা হয়েছে); রাঙামাটির কাউখালীতে ভাইস চেয়ারম্যান বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। এদিকে সোমবার প্রথম ধাপের ১৫০ উপজেলায় প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা মাঠপর্যায়ের একীভূত তথ্য জানান। কর্মকর্তারা বলেন, প্রথম ধাপে চেয়ারম্যান পদে সাতজন, সাধারণ ভাইস চেয়ারম্যান পদে নয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। যদিও সেই সংখ্যা বেড়েছে। এর মধ্যে তিনটি পদে বিনা ভোটে পার হয়েছে চার উপজেলা। বাগেরহাট সদর, মুন্সীগঞ্জ সদর, মাদারীপুরের শিবচরে ও ফেনীর পরশুরামে চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রথম ধাপে দেড়শ উপজেলায় ভোট হবে ৮ মে।