গাজায় দুর্ভিক্ষে আরও ১০ জনের মৃত্যুতাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পের আঘাতদুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাসআজ নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করবে ইসিপ্রকৌশল শিক্ষার্থীদের শাটডাউনের ডাক
No icon

কাল ভোটার দিবস উদযাপন করবে ইসি

সারা দেশে আগামীকাল রবিবার জাতীয় ভোটার দিবস উদযাপন করবে নির্বাচন কমিশন (ইসি)। এ উপলক্ষে মাঠপর্যায়ে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় পর্যায়ে শোভাযাত্রা, আলোচনাসভা করা হবে।নির্বাচন ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের মধ্য থেকে ১০ জন, ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি, ইউএনডিপির প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে অবজার্ভার গ্রুপ থেকে কিছু ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হবে।এদিকে ভোটার দিবস উপলক্ষে নাগরিকদের ভোটার হওয়ার প্রতি উৎসাহমূলক নানা প্রচার কার্যক্রমও হাতে নেবে সংস্থাটি। জাতীয় ভোটার দিবসে প্রতিবারের মতো এবার প্রকাশ করা হবে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা। যে তালিকার ভিত্তিতেই হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।