তানজানিয়ায় ভারী বৃষ্টি-ভূমিধসে নিহত ১৫৫মাসের শুরুতে বৃষ্টির আভাস, গরম কমা নিয়ে সংশয়ইউক্রেনকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রআগামীকাল ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণশপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি
No icon

সর্বোচ্চে পৌঁছেছে যুক্তরাজ্যে বেকারত্বের হার

যুক্তরাজ্যে বেকারত্বের হার তিন বছরে মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। গত আগস্ট পর্যন্ত তিন মাসে যুক্তরাজ্যে বেকারত্বের হার বেড়ে ৪.৫ শতাংশে এসে দাঁড়িয়েছে। আগের প্রান্তিক শেষে বেকারত্বের হার ছিল ৪.১ শতাংশ। ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক বলেন, আমি শুরু থেকেই বলে আসছি যে দুর্ভাগ্যক্রমে আমরা প্রতিটি চাকরি বাঁচাতে সক্ষম হব না। তবে এগুলো শুধু পরিসংখ্যান নয়, এগুলো মানুষের জীবন। এ কারণে যতটা সম্ভব চাকরি রক্ষার চেষ্টা করা এবং যাঁরা চাকরি হারাচ্ছেন, তাঁদের চাকরি ফিরে পেতে সহায়তা করা আমার অগ্রাধিকারমূলক বিষয়।