ঝুম বৃষ্টিতে স্বস্তি ফিরলো সিলেটেজলবায়ু পরিবর্তনজনিত কতটা ঝুঁকিতে বাংলাদেশতানজানিয়ায় ভারী বৃষ্টি-ভূমিধসে নিহত ১৫৫মাসের শুরুতে বৃষ্টির আভাস, গরম কমা নিয়ে সংশয়ইউক্রেনকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র
No icon

সিরিয়ায় ইসরায়েলের হামলা, নিহত ৩৮

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই বেসামরিক।বছরের পর বছর ধরে সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল। বিশেষ করে আলেপ্পো ও দামেস্ক শহরে। এছাড়া বিরোধপূর্ণ গোলান হাইটসেও সহিংসতার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পাঁচজন সদস্যও রয়েছে।আজ শুক্রবার এক বিবৃতিতে সিরীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার কথা নিশ্চিত করেছে। তারা জানায় স্থানীয় সময় রাত পৌনে ২টার দিকে আলেপ্পোর গ্রাম এলাকায় কয়েকটি এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল।