ঘনকুয়াশায় কার্তিকেই শীতের আমেজআগামী সপ্তাহ থেকে শীতের আগমন: আবহাওয়া অফিসআফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পশীতে কাবু হবে দেশবাসী, আসতে পারে ১০ শৈত্যপ্রবাহঅক্টোবর মাসে সর্বোচ্চ মাসিক লেনদেনের রেকর্ড নগদের
No icon

মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন ম্যাক্রোঁ

পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট থাকার ঘোষণা দিয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন।  প্রেসিডেন্ট বলেন, জনগণ যে দায়িত্ব তাকে দিয়েছেন শেষ পর্যন্ত তিনি সেটা পালন করবেন। শিগগিরই প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হবে বলেও জানান।এসময়, ফ্রান্সের বর্তমান পরিস্থিতির জন্য বিরোধীদের দায়িত্বজ্ঞানহীনতাকে দায়ী করেন তিনি। বাজেটের কথাও উঠে আসে ম্যকরনের ভাষণে। বলেন, বিশেষ আইন পাশের মধ্য দিয়ে ২০২৪ এর বাজেটটি বহাল রাখা হবে ২৫-এ।উল্লেখ্য, ফ্রান্সে কিছুদিন ধরেই রাজনৈতিক অস্থিরতা চলছিল। বিশেষ ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের বাজেট পাসকে কেন্দ্র করে আরও উত্তেজনা বাড়ে। একপর্যায়ে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলে বিরোধীরা। তাতে হেরে বিরোধীদের চাপের মুখে পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী। এতে পার্লামেন্ট ভেঙে পড়ে।