রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিলের রায় আজসড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষার্থীর মৃত্যুগাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৩খালেদা জিয়ার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
No icon

পদত্যাগ করেছেন ইসরায়েলের সামরিক বাহিনী প্রধান

ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল হারজি হালেভি পদত্যাগ করেছেন।প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা হামাসের হামলা ঠেকাতে তার ব্যর্থতার দায় স্বীকার করে তিনি পদত্যাগ করলেন।সেনাবাহিনী প্রকাশিত পদত্যাগপত্রে হালেভি বলেছেন,৭ অক্টোবরের হামলার ঘটনায় সেনাবাহিনীর ব্যর্থতার জন্য নিজের দায় স্বীকার করে তিনি চলে যাচ্ছেন। তবে হাভেলি এটাও বলেন, সেনাবাহিনীর উল্লেখযোগ্য সাফল্যের সময়ে চলে যাচ্ছেন তিনি।টানা ১৪ মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালায় ইসরায়েল। এই বর্বর হামলায় ৪৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, তাদের বেশির ভাগই নারী ও শিশু। তবে এরপরও স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের পরাজিত করতে পারেনি ইসরায়েল।