নেপালের পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবা অপহৃত ১৬ বছর বয়স হলেই জাতীয় পরিচয়পত্র ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কডাকসুর নির্বাচন বর্জন করলেন স্বতন্ত্র ভিপি প্রার্থী তাহমিনাব্যাংক একীভূত হলেও গ্রাহকের ভোগান্তি হবে না: ড. সালেহউদ্দিন আহমেদ
No icon

ইউক্রেনের লাগাতার ড্রোন হামলায় বন্ধ মস্কোর সবক’টি বিমানবন্দর

পর পর দু’রাত রাশিয়ার রাজধানী মস্কো লক্ষ্য করে ড্রোন হামলা চালাল ইউক্রেন। তার জেরে বেশ কয়েক ঘণ্টা বন্ধ রাখা হল মস্কোর সবক’টি বিমানবন্দর। মঙ্গলবার এই কথা স্বীকার করেছে রুশ প্রশাসন। মস্কোর মেয়র সেরগেই সোবিয়ানিন জানিয়েছেন, ইউক্রেনের ছোড়া অন্তত ১৯টি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে। বিভিন্ন দিক থেকে সেগুলি ছুটে এসেছিল। এই ঘটনায় যদিও কেউ হতাহত হননি। এই নিয়ে ইউক্রেন এখনও সরকারি ভাবে কিছু জানায়নি। তবে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইউক্রেনের কিভ এবং খারকিভ এলাকায় পাল্টা ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। সে দেশের ওডেসা প্রদেশের গভর্নর ওলেহ্‌ কিপার জানিয়েছেন, রুশ ড্রোন হামলায় এক জনের মৃত্যু হয়েছে।