প্রাথমিকে নৃত্য ও সংগীতের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল চায় জামায়াতডাকসুর ভোটগ্রহণ শুরু, সবার উপস্থিতিতে ব্যালট বাক্স সিলগালা যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদইসরাইলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান আয়াতুল্লাহ আলি খামেনির নেপালে জেন জি বিক্ষোভে নিহত বেড়ে ১৪, আহত ৫০
No icon

পাপুয়া নিউ গিনিতে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনিতে রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলে এই ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস জানিয়েছে।ইউএসজিএস বলছে, শক্তিশালী ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পাপুয়া নিউ গিনির উত্তর উপকূল। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ইউএসজিএসের তথ্য অনুযায়ী, পাপুয়া নিউ গিনির অ্যানগোরাম শহর থেকে প্রায় ১১৭ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে ৫২ দশমিক ৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫ মিনিটের দিকে আঘাত হেনেছে এই ভূমিকম্প।প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র ভূমিকম্পের পর পাপুয়া নিউ গিনিতে সুনামির আঘাত হানার সম্ভাবনা নেই বলে জানিয়েছে। প্যাসিফিক রিং অব ফায়ারে অবস্থিত দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। টেকটোনিক প্লেটের মধ্যে ঘর্ষণের কারণে ভূমিকম্পের ক্রিয়াকলাপের জন্য এই অঞ্চলটি অন্যতম হটস্পট হিসেবে পরিচিত।