একদিনে আরও ৬৯ ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিল ইসরাইলজাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর-আগুনঅপুষ্টিতে দুই কোটি মানুষপবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) আজঅপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা
No icon

তেহরানের শাসকদের চড়া মূল্য দিতে হবে: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানকে চড়া মূল্য দিতে হবে। আজ বৃহস্পতিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিরসেভা শহরের সরোকা হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর ইরানকে এই হুঁশিয়ারি দেন নেতানিয়াহু।

এক্স পোস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী লিখেন, ‘আজ সকালে, ইরানের সন্ত্রাসী স্বৈরশাসকেরা বিরসেভা শহরের সরোকা হাসপাতালে ও দেশের মধ্যাঞ্চলে বেসামরিক নাগরিকদের ওপর ক্ষেপণাস্ত্র ছুড়েছে।’ তিনি আরও লেখেন, ‘আমরা তেহরানের শাসকদের চড়া মূল্য দিতে বাধ্য করব’।