আফগানিস্তানে বাড়তে পারে মৃতের সংখ্যা, উদ্ধার তৎপরতা অব্যাহতবিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকেঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম৪৮ বছরে বিএনপি, বর্ণাঢ্য আয়োজনে ছয় দিনের কর্মসূচিনুরকে দেখতে এয়ারপোর্ট থেকে সরাসরি ঢামেকে নাহিদ-সারজিস
No icon

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৮ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত আরও ৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা স্থানীয় হাসপাতাল সূত্রে এ তথ্য জানিয়েছে।ইসরায়েলি সেনারা গাজার খান ইউনিস, নুসেইরাত এবং গাজা সিটিসহ অন্যান্য জায়গায় হামলা চালালে এসব হতাহতের ঘটনা ঘটে।এদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছে। এরমধ্যেই গাজার সাধারণ মানুষকে হত্যা করে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া গাজায় ইসরায়েলি আগ্রাসনে কমপক্ষে ৫৭ হাজার ৩৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন এক লাখ ৩৫ হাজার ৯৫৭ জন। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু।এছাড়া ইসরায়েলি হামলায় গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে, যার ফলে উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে এবং অঞ্চলটি দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে চলে গেছে।