যেসব জেলায় আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে নাঢাকায় বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্যহুঁশ ফিরেছে নুরের, তবে...আইসিইউতে নেওয়া হয়েছে নুরকেছাত্র সংসদ কি জাতীয় নির্বাচনের পূর্বাভাস দেবে
No icon

গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়

ইসরায়েলের অবরোধের কারণে গাজায় অভুক্ত অবস্থায় ২১৭ ফিলিস্তিনির মর্মান্তিক মৃত্যু হয়েছে, এর মধ্যে ১০০ শিশু রয়েছে। এর মধ্যে গাজায় ইসরায়েলের আগ্রাসন চলমান রয়েছে। গতকাল গাজাজুড়ে ইসরায়েলের হামলায় অন্তত ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে গাজা সিটি দখলের ইসরায়েলের পরিকল্পনার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিরল বৈঠক বসার কথা রয়েছে।  খবরে বলা হয়েছে, গাজায় আসলে প্রতিদিন অন্তত ৬০০ ট্রাক ত্রাণসামগ্রী প্রয়োজন। সেখানে গড়ে দৈনিক মাত্র ৮৬টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করছে। গত দুই সপ্তাহ থেকেই এই চিত্রই দেখা যাচ্ছে। এতে খাদ্য সংকট প্রকট হচ্ছে এবং এ কারণে অনাহারে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে।দাতব্য সংস্থাগুলো জানিয়েছে, বিশেষজ্ঞরা কয়েক মাস ধরে গাজায় চরমমাত্রায় দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করে আসছিলেন। এর মধ্যে মাত্র দুই সপ্তাহ হলো সীমিত পরিসরে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। প্রথম দিকে অনাহারে মৃত্যুর শিকার শিশুরাই হয়েছে। কিন্তু দিন যত যাচ্ছে ক্ষুধার কারণে বয়স্কদের মৃত্যুও বাড়ছে। এমনকি খবরে আরও বলা হয়েছে, আমরা আসলে সমগ্র গাজার অনাহারের চিত্র দেখতেই পারছি না।

৬৬২ ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত : ফিলিস্তিন ফুটবল অ্যাসোশিয়েশন (পিএফএ) জানিয়েছে, ২২ মাস আগে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ৬৬২ ক্রীড়াবিদ নিহত হয়েছেন। এর মধ্যে খেলোয়াড় ও কর্মকর্তাও রয়েছেন। এ ছাড়া গাজা ও দখলকৃত পশ্চিম তীরে ২৮৮ খেলার স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েল। এর মধ্যে স্টেডিয়াম ও প্রশিক্ষণ শিবির রয়েছে।গাজা দখল করা লক্ষ্য নয় : নেতানিয়াহু : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল সংবাদ সম্মেলনে বলেন, গাজাবাসী আমাদের কাছে ভিক্ষা করছে, বিশে^র কাছে ভিক্ষা করছে যেন হামাসকে মুক্ত করা যায়। তার কথায়, হামাস গণহত্যাকারী সংগঠন। তাদের সহ্য করা হবে না। তিনি আরও বলেন, ইসরায়েলের লক্ষ্য হলো গাজাকে মুক্ত করা, এটি দখল করা নয়। হামাস যদি জিম্মিদের মুক্তি দেয় এবং অস্ত্র জমা দেয়, তাহলে যুদ্ধ শেষ হতে পারে। নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েল যদি অনাহার নীতি গ্রহণ করত, তা হলে গাজার কেউ বেঁচে থাকত না। খাদ্য, পানি, চিকিৎসা দেওয়া হবে। আমাদের লক্ষ্য হলো মানবিক সংকট এড়ানো। একই সঙ্গে দাবি করেন প্রতিদিন গাজায় শত শত ট্রাক প্রবেশ করছে। এদিকে নেতানিয়াহু গাজা সিটি দখলের যে পরিকল্পনা পূর্বে পেশ করেছিলেন, তার প্রতিবাদে খোদ ইসরায়েলে হাজার হাজার লোক বিক্ষোভ করছেন। গতকাল আল জাজিরা জানিয়েছে, নেতানিয়াহুর এমন পরিকল্পনা খোদ ইসরায়েলেই সমর্থন হারিয়েছে।